logo design and ux

UX এর সাথে লোগোর সম্পর্ক

আগস্ট ২৫, ২০১৫

আমার এক স্টুডেন্ট তার বিজনেসের জন্য একটি নাম খুজছিল অনেকদিন ধরে। দুদিন আগে, একটি নাম ঠিক করে আমাকে বলছিল, ম্যাম দেখুনতো এই নামটি ইউএক্স এর দৃষ্টিকোণ থেকে ঠিক আছে কিনা?
প্রশ্নটি শুনে আমি ওর দিকে একটু তাকিয়ে থাকলাম। প্রশ্নটি আমার কাছে নতুন, কিন্তু কিছুক্ষণ পর মনে হল এটা অবান্তর নয়।

আমার ক্রিয়েটিভ এবং ভিজুয়াল ডিজাইন ক্লাসে আমি এমন অনেক কিছুই বলি, যা ইউএক্স এর সাথে সম্পর্কিত। হয়ত সেখান থেকেও তার এমন ভাবনাটির সুত্রপাত হয়েছে।

ফিরে আসি মূল কথায়। লোগো এর সাথে ইউএক্স এর সম্পর্ক কি হতে পারে এটা নিয়ে একটু ব্রেইন স্টর্মিং করা যাক।

কোন বিজনেস শুরু করার সময় ব্র্যান্ডিং এর আগেই প্রতিটি বিষয় নিয়ে প্রপার প্লান করে কাজ করা উচিৎ। ইউএক্স এর ম্যাপিং টা স্কেচ থেকে শুরু করা হয়, এটা তো আমরা সবাই জানি। কিন্তু তার আগে যে সকল প্ল্যানিং করা হয় যেমন, বিজনেসটা কি নিয়ে, কারা এর ইউজার, কি হতে পারে এর থিম, কেমন হওয়া উচিৎ এর ব্রান্ডিং এবং প্রমোশন ইত্যাদি, এই চিন্তাভাবনা গুলোর সময়ই আমরা কিন্তু ইমপ্লিমেন্টেশনের আগে আসল প্ল্যানিং টা দাঁর করাই। সুতরাং, ইউএক্স এর শুরু সেই অর্থে প্ল্যানিং এর সময়ই শুরু হয়ে যায়্র। তাহলে, লোগোটা দিয়ে বিজনেস এর যে প্রথম এবং ইম্পরট্যান্ট ধাপটা আমরা স্টার্ট করি, সেখানে নামকরণ অবশ্যই ইউএক্স এর একটি অংশ হতে পারে। কেননা, নাম এর সাথে তার ডিজাইন, কালার, শেপ, সাইজ, কন্ট্রাস্ট এবং পুরো থিমটা কেমন  হবে এখানেই অনেক কিছুর একটি সুন্দর সমাধান আমরা পেয়ে যেতে পারি। বিশদভাবে বলতে গেলে, একটি ভালো লোগোর উপর নির্ভর করে একটি প্রোডাক্ট এর জনপ্রিয় হয়ে ওঠা। এর পেছনে আরও অনেক কিছু কাজ করে যেমন – ইউজার এবং জায়গা বুঝে ডিজাইনের সঠিক প্রয়োগ, মার্কেটিং এবং প্রমশান এর সময় লোগো নিয়ে খেলতে পারাটা নির্ভর করে লোগোর ডিজাইন, ফন্ট আর কালার এর উপর। এছাড়া, ওয়েবসাইট এর ডিজাইন এর সময় লোগোর উপর অনেক কিছু নির্ভর করে। তাই, স্ট্যান্ডার্ড একটি লোগো প্রোডাক্ট এর জন্য কাম্য। একটি লোগোর উপর পুরো ব্রান্ডিং টা যেখানে নির্ভর করছে সেখানে লোগোর নামকরণও অবশ্যই বিশেষ ভুমিকা পালন করে।

অতএব আমরা বলতে পারি, লোগো একটি অত্যন্ত গুরুত্বপুর্ন অংশ যেটার নামকরণ এর সাথে ইউএক্স এর নিবিড় সম্পর্ক আছে বৈকি ।

টেক এডিটরিয়াল – টেকমরিচ