অনলাইনে নিয়মিত প্রোগ্রামিং কনটেস্টের জনপ্রিয় প্ল্যাটফর্ম

সেপ্টেম্বর ২, ২০১৫

কম্পিটিটিভ প্রোগ্রামিং চর্চার ‧ ‘ বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে যেখানে .যখন খুশি প্রোগ্রামিং সমস্যার সমাধান করা যায়. প্রোগ্রামিং শেখার একদম শুরুর দিকে এইসব অনলাইন বিচারক এর মাধ্যমেই কোডিং অভ্যাস করে সবাই. একটু অভিজ্ঞতা হলে সাধারণত প্রোগ্রামাররা একটু প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে কোডিং করতে পছন্দ করে. আর নিয়মিত ভাবে বেশ কিছু ওয়েবসাইটে কোর প্রোগ্রামিং এর উপর প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়ে থাকে. অনলাইনে প্রোগ্রামিং কনটেস্টে অংশ নেয়া যায় এমন কয়েকটি জনপ্রিয় সাইটের কথা জানব আজকের লেখায়.

CODEFORCES

কোডফোর্সেস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতার প্ল্যাটফর্ম. প্রতি মাসে অনুষ্ঠিত হওয়া প্রোগ্রামিং কনটেস্টগুলো হয়ে থাকে দুইটি ডিভিসনের জন্য. Codeforces বিভাগ 1 হচ্ছে তুলনামূলক অভিজ্ঞদের জন্য. আর Codeforces বিভাগ 2 হচ্ছে নতুন প্রোগ্রামারদের জন্য. DIV. 2 তে কনটেস্ট করার মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট অর্জন করার পরেই DIV. 1 এর কনটেস্টে অংশ গ্রহণ করা যায়. কনটেস্টগুলো সাধারণ শুরু হয় নির্দিষ্ট দিনে বাংলাদেশ সময়ে রাত সাড়ে 9 টায়. এতে সহজ থেকে কঠিন এই ক্রমানুসারে 5 টা করে প্রোগ্রামিং সমস্যা দেয়া থাকে. কোডফোর্সেসের কনটেস্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে কনটেস্ট চলাকালীন সময়ে প্রোগ্রামারের সাবমিট করা কোডগুলোকে অল্প কিছু ইনপুট দিয়ে পরীক্ষা করা হয় ঠিক আছে কিনা. যদি ঠিক থাকে তাহলে সেটিকে চূড়ান্ত ভাবে পরীক্ষা করা হয় কনটেস্টের শেষে. তাই contestant- রা খুব সাবধানে কোড করেন.

এর মজার একটি ফিচার হল কনটেস্ট চলাকালীন সময়ে অন্যান্য প্রতিযোগিদের প্রোগ্রাম দেখে ভুল বের করা. একে কোডফর্সের ভাষায় হ্যাক বলা হয়. কারো প্রোগ্রাম হ্যাক করতে পারলে কিছু পয়েন্ট পাওয়া যায়. সুন্দর আর মানসম্পন্ন কনটেস্টের জন্য এই প্ল্যাটফর্ম সব প্রোগ্রামারদের বিশেষ পছন্দের.

Dev Skill

এটি বাংলাদেশের একটি অনলাইন প্রোগ্রামিং কনটেস্ট প্ল্যাটফর্ম. প্রতিমাসে এখানে অন্তত একটি প্রোগ্রামিং কনটেস্ট হয়ে থাকে. এতে সি, সি ++, জাভা ও সি # এর যে কোনটি ব্যবহার করে প্রবলেম সলভ করা যায়. কনটেস্টে অংশগ্রহনকারীদের মধ্যে প্রথম 3 জনকে পুরষ্কার প্রদান করা হয়. বাংলাদেশী প্রোগ্রামারদেরকে উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হওয়া এই কনটেস্টগুলোর গত আগস্ট পর্বের স্পন্সর ছিল Userhub .

CODESHEF

ভারতের মুম্বাই থেকে পরিচালিত হয় কোডশেফ. এই প্ল্যাটফর্ম দীর্ঘ প্রোগ্রামিং প্রতিযোগিতার এর জন্য প্রসিদ্ধ. ২-3 ঘন্টার কনটেস্ট যেমন এখানে হয়, একই সাথে সপ্তাহব্যাপী কনটেস্টও হয়ে থাকে. এর সুবিধা হচ্ছে কোন একটা টপিক না পারা থাকলেও এই সময়ের মাঝে শিখে কনটেস্টে প্রবলেম সলভ করা যায়. নতুনদের জন্য এই প্ল্যাটফর্মটা বেশ ভাল.

CodeMarshal

বাংলাদেশের আরেকটি কনটেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে কোডমার্শাল. নিয়মিত ভাবে কনটেস্ট অনুষ্ঠিত না হলেও এখানে সাধারণত বড় বড় কনটেস্টগুলো হয়ে থাকে. যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আয়োজন করা আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কনটেস্ট বা NCPC- ও এখানে হয়. এখানে কনটেস্ট সেট করার অপশন না থাকলেও কোন প্রতিষ্ঠান চাইলে কোডমার্শাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কনটেস্টের আয়োজন করতে পারে.

topcoder

বাকিগুলোর থেকে একটু আলাদা কনটেস্ট প্ল্যাটফর্ম টপকোডার. সাধারণত একটু এক্সপার্ট লেভেলের কোডাররা এখানে কনটেস্ট করে থাকেন.

দক্ষ প্রোগ্রামার হবার ‧ ‘ অনলাইন জাজে প্রোগ্রামিংয়ের গুরুত্ব অপরিসীম. তাই এগুলোর পাশাপাশি HackeRrank , গুগল এর কোড জ্যাম , ফেসবুক এর হ্যাকার কাপ ইত্যাদি সাইটেও ঢুঁ মারা যেতে পারে.


টেক বিশ্লেষক
– Techmorich