এ প্রজন্মের 3D Modeling এবং Animation এর অসাধারণ প্রতিভাবান “তানভীর” 3D ডকুমেন্টারি ও মুভি বানাতে চায়

নভেম্বর ৯, ২০১৫

বাহিরের দেশগুলোতে দ্রুত গতিতে যেভাবে 3D এনিমেশনের  উন্নয়ন সাধিত হচ্ছে সে তুলনায় বাংলাদেশ সত্যি এখনো অনেক পিছিয়ে। কিন্তু আমরা কি জানি আমাদের দেশের অনেক তরুন থ্রিডি এনিমেশনে দেশে এবং বিদেশেও রীতিমত মাতিয়ে তুলছেন! ইতিমধ্যেই তারা বড় বড় কোম্পানির সাথে বিশ্বমানের কাজ  করে তাদের যোগ্যতা প্রমাণ করে দিয়েছে। সমান্তরালে কাজ করে যাচ্ছে দেশের বিভিন্ন মিডিয়াতেও। আজকের টেকমরিচের অতিথি এমনি একজন প্রতিভাবান 3D আর্টিস্ট এর। চলুন তার কাছ থেকেই শুনি তার অভিজ্ঞতার কথা আর দেখব অসাধারণ সব কাজগুলো।

তানভীর মোহাম্মাদ নুরুল ইসলাম
আমি তানভীর মোহাম্মাদ নুরুল ইসলাম। আমার ব্যাচেলর সম্পন্ন করি University of Development Alternative(UODA)-এর চারুকলা অনুষদ,  পেইন্টিং থেকে। আমি একজন CG generalist কিন্তু আমি 3D ক্যারেক্টার তৈরির মধ্যে বেশি আগ্রহি।

Blizzard Game Studio -এর করা সব Game Cinematic আমার কাছে অসাধারণ লাগতো। সেখান ঠেকেই আমার 3d modeling and animation – এর উপর আগ্রহ জন্মায়। তারপর online -এর বিভিন্ন resource খুঁজে নিজেকে ডেভেলপ করতে থাকি।

আমার প্রফেশনাল জগতের শুরু এবং পথচলা –
Arena Multimedia and Microcell Multimedia -তে প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করি ২০০২ এর দিকে। ২০০৫ পর্যন্ত প্রশিক্ষক হিসিবে কাজ করি। Click House এ 3D Modeling Supervisor হিসিবে কাজ করেছি ২০০৬-২০১১ পর্যন্ত। চ্যানেল ২৪ এ Senior animator হিসেবে এক বছর কাজ করি। 2012-এর শেষের দিকে Incubator Effects নামে একটা Animation Studio প্রতিষ্ঠা করি। সেখানে খুব ছোট পরিসরে কাজ শুরু করি।

মার্কিন ডিরেক্টর Brent Sims -এর “Grave Shivers” short movie – তে আমার দায়িত্ব ছিল character modeling, texturing, lighting and animation. Camera Tracking -এর কাজ টাও আমার করতে হয়.    ব্রিটিশ গায়িকা Rebecca Ferguson -এর “I hope” মিউজিক ভিডিও -এর কাজের দায়িত্ব পাই. যেখানে মিউজিক ভিডি -এর Look Development, camera tracking and 3d heart rigging এবং animation করি. Denmark -এর বিখ্যাত Christmas TV Series “Pyrus” -এর Title animation করি ।
এ ছাড়াও Personally  নিজের ডেভেলপমেন্টের জন্য আমার করা দুটি 3d character model দুটি 3dtotal excellence Award পায়. International game character creation Contest “Dominance War V” -এ 3dtotal -এর পক্ষ হয়ে teams best হই.

আমার লক্ষ্য –
আরও ভাল ভাল প্রোজেক্ট এ কাজ করার মাধ্যমে নিজেকে ডেভেলপ করতে চাই। ইচ্ছে আছে Short Movie বা Animation এর উপর কাজ করার।

কাজের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো আমি ফেস করি – 
কাজের জন্য দক্ষ hands না থাকার কারনে অনেক প্রোজেক্ট ছেড়ে দিতে হয়, একা করতে হবে বলে। এনিমেশনে এত কাজের স্কোপ কিন্তু আমাদের দেশে খুব ধীর গতিতে এগুচ্ছে এই ইন্ডাস্ট্রি টা।তাছাড়া বিশ্বমান সম্মত কাজ করার মতো সেরকম কাজের ক্ষেত্র সৃষ্টি হচ্ছে না বলে মেধাও কাজে লাগাতে পারছে না নতুনরা।

ক্যারিয়ার হিসেবে এনিমেশন এর সম্ভাবনা –
বিশ্বব্যাপী যেহেতু এনিমেশনের একটা দারুন ট্রেন্ড চলছে, তাই এর কাজের স্কোপ এবং সম্ভাবনা প্রচুর।
3D Industry -তে কাজ করতে হলে এটাকে passion হিসেবে নিতে হবে। Team work করার আগ্রহ থাকতে হবে। কাজের যে কোন Critic কে মেনে নিয়ে নিজের ডেভেলপ করতে হবে। নিজের দেখার বা observe করার শক্তি বাঁড়াতে হবে। সেটা যেকোনো artistic মিডিয়া -এর মাধ্যমে practice করা যেতে পারে।

উল্লেখযোগ্য আমার করা কিছু Professional কাজ –

আমার আঁকা উল্লেখযোগ্য কিছু 3D ক্যারেকটার –

00-01

00-02

00-03

00-04

00-05

00-06

আমার সম্পর্কে আরো জানতে এবং কাজ দেখতে ভিজিট করতে পারেন  – www.incubatorfx.com

আমার সাথে facebook এ যোগাযোগ করতে পারেন – https://www.facebook.com/tanvirmni


Rifat Ara
– Tech Reporter