কখন, কার, কেন রক্তের প্রয়োজন?

সেপ্টেম্বর ১, ২০১৫

প্রায়ই টিভির স্ক্রলে দেখা যায় “একজন মুমূর্ষু রুগির জন্য রক্তের প্রয়োজন”। আবার কখনো আমাদের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবেরা যোগাযোগ করেন যে অমুক গ্রুপের কেউ পরিচিত আছে কিনা, রক্তের প্রয়োজন। ইদানীং সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় সাইট Facebook এও বিভিন্ন জনের পোস্টে রক্তের সন্ধান করতে দেখা যায়। Blood donor যেন সহজে খুঁজে পাওয়া যায় এ জন্য বিভিন্ন পেজ, গ্রুপ, ওয়েবসাইট ও মোবাইল এপ্লিকেশন রয়েছে। আজকে আমরা জানব কোন কারণগুলোর জন্য সাধারণত মানুষের রক্তের প্রয়োজন হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তির

সড়ক দুর্ঘটনা বা অন্য যে কোন দুর্ঘটনায় আহত ব্যক্তির যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় তাহলে তাকে বাইরের থেকে রক্ত সরবরাহ করতে হয়। সময় মত প্রয়োজন অনুযায়ী রক্তের জোগাড় না করতে পারলে রুগির জীবন ঝুকির মধ্যে পড়তে পারে। এ জন্য নিজের ও নিজের পরিবারের সবার Blood Group জানা থাকার পাশাপাশি পরিচিতদের মাঝে এই গ্রুপের কারা আছেন সেটাও জেনে রাখা ভাল।

প্রসূতি মায়ের জন্য

বর্তমানে বেশির ভাগ বাচ্চাই Surgery এর মাধ্যমে জন্ম নিয়ে থাকে। সন্তান প্রসবের পরে প্রসূতি মায়ের রক্তস্বল্পতা দূর করার জন্য অনেক সময়েই রক্তের প্রয়োজন হয়। এ জন্য পরিবারের সদস্যদের উচিত মায়ের রক্তের গ্রুপের দুই জন রক্তদাতার সাথে কথা বলে রাখা। যেন জরুরি প্রয়োজনে তারা রক্ত দিতে পারে। যেহেতু Pregnant হবার পর থেকে সন্তান প্রসবের আগ পর্যন্ত অনেকটা সময় হাতে পাওয়া যায় তাই নিজ আত্মীয়-স্বজনদের মধ্য হতে এই সময়ের মধ্যে রক্তদাতা জোগাড় করে রাখা খুবই সহজ। একটু সচেতন হলেই জরুরি মুহুর্তে পেরেশানিতে পড়তে হয় না।

থ্যালাসেমিয়া রুগির জন্য

হিমোগ্লোবিনের (Hemoglobin) অস্বাভাবিক গঠনের ফলে সৃষ্ট এক ধরণের রোগ হচ্ছে Thalassemia. এর ফলে আক্রান্ত ব্যক্তি রক্তস্বল্পতায় ভুগে। তাই এ রোগের তীব্রতা অনুযায়ী নির্দিষ্ট সময় পরপর রুগিকে বাইরে থেকে রক্ত দিয়ে বেঁচে থাকতে হয়। পৃথিবীতে প্রতি বছর প্রায় ১ লক্ষ শিশু থ্যালাসেমিয়া নিয়ে জন্ম গ্রহণ করে।

কিডনী রুগির জন্য

যাদের কিডনীর কার্যকারিতা নষ্ট হয়ে যায় এমন রুগিদের রক্ত পরিশুদ্ধ করার জন্য নিয়মিত ডায়ালিসিস (Kidney Dialysis) করতে হয়। এ সময় রুগির দেহে রক্ত দিতে হয়। এ জন্য থ্যালাসেমিয়া রুগির মত কিডনী রুগিদেরও নিয়মিত রক্তদাতাদের থেকে রক্ত সংগ্রহ করতে হয়।

বড় অস্ত্রপচার (Major surgery)

হার্টের অপারেশন (Open heart surgery), টিউমার অপারেশন, মস্তিষ্কের অপারেশন সহ বড় বড় প্রায় সব অপারেশনের সময়ই রক্তের প্রয়োজন হয়। মেজর অপারেশনগুলোতে রক্তপাতের পরিমাণ বেশি হয়। তাই অপারেশনের আগে ডাক্তার অপারেশন ভেদে প্রয়োজন অনুযায়ী ২ ব্যাগ, ৪ ব্যাগ এমন কি ৮/১২ ব্যাগ রক্ত সংগ্রহ করতেও পরামর্শ দিতে পারেন।

মানুষের বেঁচে থাকার জন্য রক্ত একটু গুরুত্বপূর্ণ উপাদান। আর এটি Laboratory বা কারখানায় তৈরি করা যায় না। একজন মানুষই পারে রক্ত দিয়ে আরেকজন মানুষকে বাঁচাতে। আসুন আমাদের সামর্থ্য অনুযায়ী চার মাস পরপর রক্তদান করি।


Tech Analyst
– Techmorich